Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কদলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


ইউনিয়ন দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা

সভার কার্যবিবরণীর অনুলিপি

 

সভার তারিখ : ০৬/০১/২০১৫

স্থান           :  ইউ.পি কার্যালয়

সময়          : বেলা ১১ টা

বার           :  বুধবার

 

আলোচনা ও সিদ্ধামত্ম

 

অত্র ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান জনাব মো.মোজাহিদ উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে ইউনিয়ন দূযোর্গ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

২.সভায় এ মর্মে আলোচনা হয় যে,০৪/০১/২০১৬ খ্রিঃতারিখ ভোর ৫.০৫ ঘটিকায় এক ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয়েছে যার ফলে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় খোজ-খবর নেয়া হয়।যতটুকু জানা গিয়েছে যে,উক্ত ভূমিকম্পের ফলে অত্র ইউনিয়নের কোথাও কোন ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

৩.সভায় এ মর্মে আরো সিদ্ধামত্ম গৃহীত হয় যে,অত্র ইউনিয়নের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে কোন দূর্যোগ মোকাবেলার জন্য ইউনিয়ন কমিটি যাবতীয় প্রস্ত্ততি রয়েছেন এবং জনসাধারনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

৪.সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।

 

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হলঃ

  1. উপজেলা নির্বাহী অফিসার,রাউজান,চট্টগ্রাম।
  2. উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার,রাউজান,চট্টগ্রাম।
  3. ----------------------------------------------
  4. অফিস কপি।