সভার কাযবিবরণীর অনুলিপি
সভার তারিখ : ২৭/০৪/২০১৪
স্থান : ইউ.পি কাযালয়
সময় : বেলা ১১ টা
বার : রবিবার
অদ্য ২৭/০৪/২০১৪ ইং তারিখে রোজ রবিবার বেলা ১১ঘটিকার সময় কদলপুর ইউনিয়ন পরিষদে এক সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মো.মোজাহিদ উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে কদলপুর ইউ.পি কাযালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।
উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর
ক্রম নং | নাম | পদবী | ওয়ার্ড নং | স্বাক্ষর |
১ | জনাব এস.এম আবু তাহের | সদস্য | ১ | স্বাক্ষরিত |
২ | জনাব এস.এম এনামুল হক | সদস্য | ২ | স্বাক্ষরিত |
৩ | জনাব এস.এম আবুল হোসেন | সদস্য | ৩ | স্বাক্ষরিত |
৪ | জনাব ইলিয়াছ মিয়া চৌধুরী | সদস্য | ৪ | স্বাক্ষরিত |
৫ | জনাব মো.ইলিয়াছ | সদস্য | ৫ | স্বাক্ষরিত |
৬ | জনাব আলমগীর | সদস্য | ৬ | স্বাক্ষরিত |
৭ | জনাব মো.জয়নুল আবেদীন | সদস্য | ৭ | স্বাক্ষরিত |
৮ | জনাব মো.আল-হারূন | সদস্য | ৮ | স্বাক্ষরিত |
৯ | জনাব মো.নাছির উদ্দিন | সদস্য | ৯ | স্বাক্ষরিত |
১০ | জনাবা ফেরদৌস আকতার | সদস্যা | ১,২,৩ | স্বাক্ষরিত |
১১ | জনাবা নাছিমা আকতার | সদস্যা | ৪,৫,৬ | স্বাক্ষরিত |
১২ | জনাবা শামসুর নাহার | সদস্যা | ৭,৮,৯ | স্বাক্ষরিত |
৩য় আলোচ্য বিষয়: বাংলাদেশ কৃষি ব্যাংক,আশরাফ আলী চৌধুরী হাট শাখায় অত্র কদলপুর ইউনিয়ন পরিষদের নামে একটি সঞ্চয়ী হিসাব খোলা প্রসঙ্গে।
আলোচনা: অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে জানান যে,অত্র কদলপুর ইউনিয়ন পরিষদের দৈনন্দিন আয়-ব্যয় বাংলাদেশ কৃষি ব্যাংক,আশরাফ আলী চৌধুরী হাট শাখার মাধ্যমে পরিচালনা করার জন্য প্রসত্মাব রাখেন।এ ব্যাপারে বিসত্মারিত আলোচনামেত্ম অত্র কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো.মোজাহিদ উদ্দিন চৌধুরী ও সচিব জনাব মো.বেলাল উদ্দিন এর যৌথ স্বাক্ষরে কদলপুর ইউনিয়ন পরিষদ নামে একটি সঞ্চয়ী হিসাব বাংলাদেশ কৃষি ব্যাংক,আশরাফ আলী চৌধুরী হাট শাখায় খোলার জন্য সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয়।এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহন করার জন্য ম্যানেজার,বাংলাদেশ কৃষি ব্যাংক,আশরাফ আলী চৌধুরী হাট শাখাকে অত্র সভার পক্ষ থেকে অনুরোধ করা হল।
অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় চেয়ারম্যান মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস