Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কদলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


বাংলাদেশ কৃষি ব্যাংক,রাউজান শাখায় পরিচালিত কদলপুর ইউনিয়ন স্থাবর সম্পত্তি হস্তান্তর কর সঞ্চয়ী হিসাব পরিচালনা করার জন্য সাবেক চেয়ারম্যানের সহি স্বাক্ষর পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যানের নাম ও স্বাক্ষর অন্তভুক্ত করন প্রসঙ্গে।

সভার কার্যবিবরণীর অনুলিপি

 

সভার তারিখ : ২০/০৮/২০১৬

স্থান           :  ইউ.পি কার্যালয়

সময়          : বেলা ১১ টা

বার           :  শনিবার

 

অদ্য ২০/০৮/২০১৬ ইং তারিখে রোজ শনিবার বেলা ১১ঘটিকার সময় কদলপুর ইউনিয়ন পরিষদে এক সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে কদলপুর ইউ.পি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।

 

উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর

ক্রম নং

নাম

পদবী

ওয়ার্ড নং

স্বাক্ষর

জনাব মুরাদুল হক চৌধুরী

সদস্য

স্বাক্ষরিত

জনাব মোহাং আবদুল করিম

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.ইলিয়াছ

সদস্য

স্বাক্ষরিত

জনাব  কমল চক্রবর্ত্তী

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.জয়নুল আবেদীন

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.আলী আকবর

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.নাছির উদ্দিন

সদস্য

স্বাক্ষরিত

১০

জনাবা রাশেদা আকতার

সদস্যা

১,২,৩

স্বাক্ষরিত

১১

জনাবা রনিকা ভট্টাচার্য্য

সদস্যা

৪,৫,৬

স্বাক্ষরিত

১২

জনাবা জেনু বড়ুয়া

সদস্যা

৭,৮,৯

স্বাক্ষরিত

                                                                                           

 

২য় আলোচ্য বিষয়: বাংলাদেশ কৃষি ব্যাংক,রাউজান শাখায় পরিচালিত কদলপুর ইউনিয়ন স্থাবর সম্পত্তি হস্তান্তর কর সঞ্চয়ী হিসাব নম্বর ৫৪৪ এর  হিসাব পরিচালনা করার জন্য সাবেক চেয়ারম্যানের সহি স্বাক্ষর পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যানের নাম ও স্বাক্ষর অমর্ত্মভুক্ত করন প্রসঙ্গে।

 

আলোচনা: অদ্যকার সভায় সম্মানিত সচিব সাহেব উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে জানান যে,বাংলাদেশ কৃষি ব্যাংক,রাউজান শাখায় পরিচালিত কদলপুর ইউনিয়ন স্থাবর সম্পত্তি হস্তান্তর কর সঞ্চয়ী হিসাব নম্বর ৫৪৪ চেয়ারম্যান ও সচিব যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়ে আসছে।কিন্তু বিগত ২০১৬ ইং সালের ৭ই মে অনুষ্ঠিত ইউ.পি নির্বাচনে  জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এমতাবস্থায় সাবেক চেয়ারম্যান জনাব মো.মোজাহিদ উদ্দিন চৌধুরী এর পরিবর্তে বর্তমান চেয়ারম্যান জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরী এর নাম ও সহি অর্ন্তভুক্ত করে উক্ত হিসাবে লেনদেন পরিচালিত করতে হবে।এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য ম্যানেজার,বাংলাদেশ কৃষি ব্যাংক,রাউজান শাখাকে সভার পক্ষে অনুরোধ জানানো হল।অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় চেয়ারম্যান মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অদ্যকার সভার পরিসমাপ্তি  করেন।