ইউ.পি-মামলা নং -৬২/২০১৪
১২/১০/২০১৪
প্রথম পক্ষ : সুমন বড়ুয়া, পিতা-মৃত ডা:সন্তোষ বড়ুয়া,প্রযত্নে-উত্তর পদুয়া,উপজেলা-রাঙ্গুনীয়া,জেলা-চট্টগ্রাম।
পক্ষে -: নিক্সন বড়ুয়া,পিতা-মৃত ডা:সন্তোষ বড়ুয়া,প্রযত্নে-উত্তর পদুয়া,উপজেলা-রাঙ্গুনীয়া,জেলা-চট্টগ্রাম।
---------বাদী
বনাম
দ্বিতীয় পক্ষ : সুজিত বড়ুয়া,পিতা-উপানন্দ বড়ুয়া,প্রযত্নে-পশ্চিম বড়ুয়া পাড়া,গ্রাম+ডাক-কদলপুর,উপজেলা-রাউজান,জেলা-চট্টগ্রাম।
-----বিবাদী
০৩/১১/২০১৪
অদ্য বাদী ও বিবাদী হাজির আছেন।গতকাল ০২/১১/২০১৪ ইং তারিখে বাদী-বিবাদী উভয়পক্ষের মধ্যকার বাদীর দাবীর ব্যাপারে সামাজিকভাবে সম্পাদিত আপোষ নামার চুক্তিপত্রের ফটোকপি গ্রাম আদালতে উপস্থাপন করেন এবং উভয়পক্ষের মধ্যকার উক্ত সমস্যার শান্তিপূর্নভাবে সমাধান হওয়ার কথা মৌখিকভাবে জানান।বাদী-বিবাদীর মধ্যকার সম্পাদিত চুক্তিনামা পর্যালোচনা করে দেখা যায় যে,বাদী বিবাদীর নিকট অদ্য ০৩/১১/২০১৪ ইং তারিখ পর্যমত্ম ১,০০,০০০(এক লক্ষ)টাকা বেতন পাওনা রহিয়াছে।বিবাদী উক্ত টাকা পাওনার কথাস্বেচ্ছায় স্বীকার করেন।এবং উক্ত টাকা ০৩(তিন)কিসিত্মতে পরিশোধ করার জন্য রাজী হন।বিবাদী উক্ত ১,০০,০০০(.এক লক্ষ)টাকার মধ্যে ১ম কিসিত্মতে আগামী ০২/১২/২০১৪ ইং তারিখ ৫০,০০০(পঞ্চাশ হাজার)টাকা বাদীর পক্ষে তাহার বড় ভাই নিক্সন বড়ুয়ার নিকট পরিশোধ করিবেন।এবং ২য় কিসিত্মতে ২৫,০০০(পঁচিশ হাজার)টাকা আগামী ০২/০১/২০১৫ ইং তারিখ পরিশোধ করিবেন।এবং ৩য় কিসিত্মতে ২৫,০০০(পঁচিশ হাজার)টাকা ০২/০২/২০১৫ ইং তারিখ বাদীর পক্ষে তাহার বড় ভাই নিক্সন বড়ুয়ার নিকট পরিশোধ করিবেন।অদ্য ০৩/১১/২০১৪ ইং তারিখ উক্ত আপোষ নামা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয় এবং বাদীর অভিযোগ উক্ত অনুমদিত আপোষ নামামূলে নিষ্পত্তি করা হয়।
প্রতিনিধী গনের স্বাক্ষর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস