Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কদলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


২০১৩-২০১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নের পরিষদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে উন্নয়ন প্রকল্প গ্রহন পূর্বক চুড়ান্তঅনুমোদনের জন্য উপজেল প্রকৌশলী (এলজিইডি)এর কার্যালয়ে প্রেরণ প্রসঙ্গে।

সভার কাযাবিবরণীর অনুলিপি

 

সভার তারিখ : ২৬/০২/২০১৪

স্থান           :  ইউ.পি কাযালয়

সময়          : বেলা ১২ টা

বার           :  বৃহস্পতিবার

 

অদ্য ২৬/১২/২০১৪ ইং তারিখে রোজ বৃহস্পতিবার বেলা ১২ঘটিকার সময় কদলপুর ইউনিয়ন পরিষদে এক সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মো.মোজাহিদ উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে কদলপুর ইউ.পি কাযালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।

 

উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষ

ক্রম নং

নাম

পদবী

ওয়ার্ড নং

স্বাক্ষর

জনাব এস.এম আবু তাহের

সদস্য

স্বাক্ষরিত

জনাব এস.এম এনামুল হক

সদস্য

স্বাক্ষরিত

জনাব এস.এম আবুল হোসেন

সদস্য

স্বাক্ষরিত

জনাব ইলিয়াছ মিয়া চৌধুরী

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.ইলিয়াছ

সদস্য

স্বাক্ষরিত

জনাব আলমগীর

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.জয়নুল আবেদীন

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.আল-হারূন

সদস্য

স্বাক্ষরিত

জনাব মো.নাছির উদ্দিন

সদস্য

স্বাক্ষরিত

১০

জনাবা ফেরদৌস আকতার

সদস্যা

১,২,৩

স্বাক্ষরিত

১১

জনাবা নাছিমা আকতার

সদস্যা

৪,৫,৬

স্বাক্ষরিত

১২

জনাবা শামসুর নাহার

সদস্যা

৭,৮,৯

স্বাক্ষরিত

                                                                                             

২য় আলোচ্য বিষয়: ২০১৩-২০১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নের পরিষদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে উন্নয়ন প্রকল্প গ্রহন পূর্বক চুড়ান্তঅনুমোদনের জন্য উপজেল প্রকৌশলী (এলজিইডি)এর কার্যালয়ে প্রেরণ প্রসঙ্গে।

 

আলোচনা: অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে জানান যে,২০১৩-২০১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ম,২য়,৩য়ও৪র্থ কিস্তিতেসংশ্লিষ্ঠ মন্ত্রনালয় থেকে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেঅত্র কদলপুর ইউনিয়ন পরিষদের অনুকুলে নিমণলিখিত

 কৃষি ও সেচ খাতে                      :    ১,২১,০৩২ টাকা,

পরিবহন ও যোগাযোগ খাতে           :    ১,২১,০৩২ টাকা

শিক্ষাও উন্নয়ন খাতে                   :    ৮০,৬৮৮ টাকা

ভৌত ও স্যানিটেশন খাতে             :    ৬৪,৫৫০ টাকা  

সর্বমোট                                  :    ৩,৮৭,৩০২ টাকা বরাদ্দ  দেওয়া হয়েছে।

 

তিনি অরো জানান যে,এ.ডি.পি নীতিমালা অনুসরন পূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহন করে চুড়ান্তঅনুমোদনের জন্য গৃহীত প্রকল্পের তালিকা উপজেলা প্রকৌশলী (এল.জি.ই.ডি)  এর কার্যালয়ে প্রেরণ করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনান্তেনিমণবর্ণিত অত্যন্তজনগুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্পগুলো সর্বসম্মতিক্রমে প্রণয়নপূর্বক বাস্তবায়নের জন্য সবসম্মতি সিদ্ধান্তগৃহীত হয়।

  গৃহীত প্রকল্পের নাম :

 

1.      কৃষি ও সেচ খাত,

    বরাদ্দকৃত অর্থের পরিমান - ১,২১,০৩২ টাকা

    প্রকল্পের নাম :-কদলপুর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বিলে সেচ কালভার্ট নির্মান

 

2.     পরিবহন ও যোগাযোগ খাত,

বরাদ্দকৃত অর্থের পরিমান-১,২১,০৩২ টাকা

প্রকল্পের নাম :-আব্দুল হামিদ শাহ চৌধুরী সড়কে ব্রিক সলিং

 

3.    শিক্ষাও উন্নয়ন খাত,

বরাদ্দকৃত অর্থের পরিমান-৮০,৬৮৮ টাকা

প্রকল্পের নাম :- কদলপুর হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ

 

4.      ভৌত ও স্যানিটেশন খাত

বরাদ্দকৃত অর্থের পরিমাণ-৬৪,৫৫০ টাকা

প্রকল্পের নাম :- কদলপুর ইউনিয়নের হতদরিদ্র জনসাধারনের মাঝে বিনামূল্যে রিং স্লvব বিতরণ

 

উল্লেখ্য কৃষি ওসেচ,পরিবহন ও যোগাযোগ,শিক্ষাও উন্নয়ন খাতের প্রকল্পগুলো দরপত্রের আহবানের মাধ্যমে টিকাদার কর্তৃক এবং ভৌত ও স্যানিটেশন খাতে গৃহীত প্রকল্প,প্রকল্প কমিটির মাধ্যমে বাস্তবায়নের জন্য সর্বসম্মত সিদ্ধান্তগৃহীত হয়।

 

অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।