Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কদলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


০৭৯/২০১৪

ইউ.পি-মামলা নং -০৭৯/২০১৪

                          ২৭/১২/২০১৪

 

প্রথম পক্ষ :১.মো.ফরিদ হোসেন,২.মো.আনোয়ার হোসেন,৩.মো.মনোয়ার হোসেন,সর্বপিতা-মৃত মো.ইছহাক,সর্বসাং-কদলপুর(হাজী আলী হোসেন পোষ্ট মাষ্টার বাড়ী),থানা-রাউজান,জেলা-চট্টগ্রাম।

 

দ্বিতীয় পক্ষ : ১.মো.আল-হারম্নন,২.মো.আইয়ুব,৩.মো.সেলিম,৪.মো.রম্নহুল আমিন,সর্বসাং-মৃত আবু তাহের,সর্বসাং-কদলপুর(হাজী আলী হোসেন পোষ্ট মাষ্টার বাড়ী),থানা-রাউজান,জেলা-চট্টগ্রাম

 

মৌরশী বাড়ী-ভিটা ও তৎসংলগ্ন পুকুরের ভাগ-ভাটোয়ারা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় উভয় পক্ষ কদলপুর ইউনিয়ন পরিষদে উক্ত সমস্যা শামিত্মপুর্নভাবে সমাধান করার জন্য প্রথম পক্ষ মো.ফরিদ হোসেন এর মৌখিকভাবে আবেদন করিলে পার্শ্বস্বাক্ষরিত ইউ.পি সদস্যবৃন্দ দলিল ও খতিয়ান মোতাবেক সার্ভেয়ার দ্বারা বাড়ী-ভিটা পরিমাপ করে উভয় পক্ষকে দখল বুঝিয়া দেন।যেহেতু আমারা উভয়পক্ষের পিতামহ মরহুম আলী হোসেন পোষ্ট মাষ্টার হতে ওয়ারিশ সূত্রে উক্ত সম্পত্তি প্রাপ্ত হই।আমাদের উভয়ের বাড়ী-ভিটা,পুকুর।পার্শ্ববর্ত্তী ছড়া বিদ্যামান আছে।উক্ত সম্পত্তি আমারা উভয়পক্ষ সম্মিলিতভাবে আপস নিষ্পত্তির প্রসত্মাব দিলে উপস্থিত পার্শ্বস্বাক্ষরিত শালিসানবৃন্দের উপস্থিতিতে আপসমতে ভাগ-বন্টন করা হয়।আমরা উভয়ে কেহ কাহারো অংশ দাবী করিব না এবং নতুন আপষ বন্টনমতে পক্ষগণ স্ব-স্ব জায়গায় বসবাসকালে অন্য কেউ কোন প্রকার জটিলতা সৃষ্টি করিলে তা উভয়পক্ষ সম্মিলিতভাবে উক্ত জটিলতা প্রতিরোধ করিতে বাধ্য থাকিব। যদি আমাদের নিজ-নিজ অংশে জায়গা নিয়ে ঝগড়া-বিবাদ সৃষ্টি হইলে আমরা উভয়ে দায়ী থাকিব।এই মর্মে নিজ-নিজ অংশে অত্র আপস নামায় হাত নক্সা সংযুক্ত করা হইল এবং আমরা উক্ত হাত নক্সা মতে আপনারা ২য় পক্ষ আমাদের ১ম পক্ষের জায়গায় গৃহ নির্মান করায় উক্ত গৃহের মূল্য সর্বসম্মতিক্রমে ৬০,০০০(ষাট হাজার)টাকা ধার্য্য করে ১ম পক্ষ ২য় পক্ষকে পরিশোধ করেন।এবং উভয়পক্ষের মৌরশীর সূত্রে প্রাপ্য পুকুরের পাড় পূর্বে ১ম প্ক্ষ উত্তর-পশ্চিমে দখলে ছিল এবং ২য় পক্ষের পূর্ব-উত্তর কোনায় দখলে ছিল বর্তমানে উভয় পক্ষের সুবিধার্থে উত্তর-পশ্চিমাংশে ২য় পক্ষ এবং দক্ষিণ-পূর্বাংশে ১ম পক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়।১ম পক্ষর উত্তর-দক্ষিণ-২২র্, পূর্ব-পশ্চিম ১৩র্, ২য় পক্ষের নিকট এওয়াজ মূলে দখল বুঝিয়ে দেওয়া হয়।এর পরিবর্তে ২য় পক্ষ ১ম পক্ষকে পুকুরের পূর্ব-উত্তর পার্শ্ব থেকে উত্তর-দক্ষিন ১৮র্ এবং পূর্ব-পশ্চিম ১৬র্ ১ম পক্ষকে হস্তান্তরর করেন।উল্লেখ্য পুরাতন ভিটা,মূল ঘর এবং উঠান পূর্বের পরিমাপমতে বলবৎ থাকিবে।বর্তমানে হাত নক্সামতে ২ ভাগে ভাগ করে প্রতি ভাগে পূর্ব - পশ্চিমে ৩৬র্ করে উত্তর-দক্ষিণ ছড়া সংলগ্ন পর্যমত্ম ভাগ করে দেন।এবং পূর্ব পার্শ্বে ১ম পক্ষগণ এবং পশ্চিম পার্শ্বে ২য় পক্ষগণকে দখল বুঝিয়ে দিয়ে আপস নিষ্পত্তি করা হয়।

 

তপশীল : বি.এস - ২৩৮৮৮/২৩৮৮৭/২৩৮৮৬/২৩৮৮৪ দাগের অান্দর