Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কদলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


২০১৫-২০১৬ অর্থ বৎসরে(২বৎসরমেয়াদী)দরিদ্র ‘‘মা’’র জন্য মাতৃত্বকাল ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে।

সভার কার্যবিবরণীর অনুলিপি

 

সভার তারিখ : ০৫/১১/২০১৫

স্থান           :  ইউ.পি কার্যালয়

সময়          : বেলা ১১ টা

বার           :  বৃহস্পতিবার

 

অদ্য ০৫/১১/২০১৫ ইং তারিখে রোজ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকার সময় ২০১৫-২০১৬ অর্থ বৎসরে(২বৎসরমেয়াদী)দরিদ্র ‘‘মা’’র জন্য মাতৃত্বকাল ভাতাভোগী নির্বাচনকল্পে কদলপুর ইউনিয়ন কমিটির এক সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মো.মোজাহিদ উদদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে কদলপুর ইউ.পি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।

 

উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষ

ক্রম নং

নাম

পদবী

স্বাক্ষর

জনাব মো.মোজাহিদ উদ্দিন চৌধুরী

সভাপতি

স্বাক্ষরিত

জনাবা ফেরদৌস আকতার

সদস্যা

স্বাক্ষরিত

জনাবা নাছিমা আকতার

সদস্যা

স্বাক্ষরিত

জনাবা শামসুন নাহার

সদস্যা

স্বাক্ষরিত

জনাবা যুথিকা ভট্টাচার্য্য

সদস্যা

স্বাক্ষরিত

জনাবা বাবলী চৌধুরী

সদস্যা

স্বাক্ষরিত

জনাব মো.ইয়াহিয়া

সদস্য

স্বাক্ষরিত

জনাব গোপাল কৃষ্ণ দেবনাথ

সদস্য

স্বাক্ষরিত

জনাবা শুকতারা

সদস্যা

স্বাক্ষরিত

১০

জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন

সদস্যা

স্বাক্ষরিত

অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষনপূর্বক জানান যে,দরিদ্র ‘‘মা’’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচীর আওতায় ২০১৫-২০১৬ অর্থ বৎসরে(২বৎসার মেয়াদী)কদলপুর ইউনিয়নের ২৯(ঊনত্রিশ)জন ভাতাভোগী নির্বাচন করে জরম্নরী ভিত্তিতে সংযুক্ত ডাটাবেজ ‘ছক’ পূরন পূর্বক রাউজান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)কার্যালয়ে প্রেরণ করার জন্য স্মরক নং-উমবিকা/রাউ/চট্ট/৪৩৩/২০১৪ তারিখ ১৭/০৯/২০১৫ইং মূলে পত্র প্রেরণ করেন।কদলপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মিবৃন্দ ইতোপূর্বে বিভিন্ন ওয়ার্ড হইতে সংগৃহিত দরিদ্র গর্ভবতী মহিলাদের নামের তালিকা সভায় উপস্থাপন করেন।সভায় উপস্থাপিত দরিদ্র গর্ভবতী মহিলাদের নামের তালিকা অমর্ত্মভূক্ত গর্ভবতী মহিলাদের আর্থিক দু:সত্মতা ও ভাতাভোগী হিসাবে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার অন্যান্য শর্তাবলী যাচাই-বাছাই করা হয় এবং সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে অত্র কদলপুর ইউনিয়নের ২৯(ঊনত্রিশ)জন দরিদ্র গর্ভবতী দরিদ্র ‘মা’ এর প্রাথমিক তালিকা সর্বসম্মতিক্রমে বাছাই করা হয়।

 

প্রাথমিক বাছাইকৃত গর্ভবতী দরিদ্র ‘মা’র তালিকা ওয়ার্ড ভিত্তিক নিমণরূপ :

ওয়ার্ড নং

সংখ্যা

২জন

৫জন

৫জন

২জন

২জন

৩জন

৪জন

৩জন

৩জন

 

 

ইউনিয়ন কমিটি কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত ২৯ জন গর্ভবতী দরিদ্র ‘মা’র মাতৃত্বকাল ভাতাভোগীদের নামের তালিকা,আবেদন ফরম ও সভার কার্যবিবরণী উপজেলা কমিটিতে প্রেরণনের জন্য ইউনিয়ন কমিটির সদস্য সচিবকে অনুরোধ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হল।

 

 

(মো.মোজাহিদ উদ্দীন চৌধুরী)

চেয়ারম্যান

৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ

রাউজান,চট্টগ্রাম