Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কদলপুর ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম!


২০১৬-২০১৭ অর্থবছরে বাজার খাতের আওতায় প্রাপ্ত অর্থের অনুকুলে বরাদ্দকৃত অর্থের অনুকুলে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন এবং ২০১৬-২০১৭ অর্থবছরে স্থাবর সম্পত্তির হস্থান্তর কর ১% এর আওতায় ২য় দফে অত্র ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে উন্নয়ন প্রকল্প গ্রহন পূর্বক অনুমোদন প্রদান প্রসঙ্গে।

সভার কার্যবিবরণীর অনুলিপি

 

সভার তারিখ : ৩০/০৩/২০১৭

স্থান           :  ইউ.পি কার্যালয়

সময়          : বেলা ১২ টা

বার           :  বৃহস্পতিবার

 

অদ্য ৩০/০৩/২০১৭ ইং তারিখে রোজ রবিবার বেলা ১২ঘটিকার সময় কদলপুর ইউনিয়ন পরিষদে এক সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে কদলপুর ইউ.পি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।

 

উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষ

ক্রম নং

নাম

পদবী

ওয়ার্ড নং

স্বাক্ষর

জনাব মুরাদুল হক চৌধুরী

সদস্য

স্বাক্ষরীত

জনাব মোহাং আবদুল করিম

সদস্য

স্বাক্ষরীত

জনাব তৌহিদুল করিম চৌধুরী

সদস্য

স্বাক্ষরীত

জনাব মো.ইলিয়াছ মিঞা

সদস্য

স্বাক্ষরীত

জনাব কমল চক্রবর্ত্তী

সদস্য

স্বাক্ষরীত

জনাব মো.জয়নুল আবেদীন

সদস্য

স্বাক্ষরীত

জনাব মোহাম্মদ আলী আকবর

সদস্য

স্বাক্ষরীত

জনাব মো.নাছির উদ্দিন

সদস্য

স্বাক্ষরীত

১০

জনাবা রাশেদা আকতার

সদস্যা

১,২,৩

স্বাক্ষরীত

১১

জনাবা রণিকা ভট্টাচার্য্য

সদস্যা

৪,৫,৬

স্বাক্ষরীত

১২

জনাবা জেনু বড়ুয়া

সদস্যা

৭,৮,৯

স্বাক্ষরীত

২য় আলোচ্য বিষয় : ২০১৬-২০১৭ অর্থবছরে বাজার খাতের আওতায় প্রাপ্ত অর্থের অনুকুলে বরাদ্দকৃত অর্থের অনুকুলে উন্নয়ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন প্রসঙ্গে।

 

আলোচনা : অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে জানান যে,২০১৬-২০১৭ অর্থবছরে বাজার খাত এর আওতায় রাউজান উপজেলা পরিষদ থেকে অত্র কদলপুর ইউনিয়ন পরিষদের অনুকুলে ১,১১,৫৮০(এক লক্ষ এগার হাজার পাঁচশত আশি) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে।উক্ত বরাদ্দকৃত অর্থের অনুকুলে উন্নয়ন প্রকল্প প্রণয়ন করার জন্য সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যবৃন্দকে আহবান জানান।এ ব্যাপারে বিস্তvরিত আলোচনা‡ন্ত নিমণলিখিত প্রকল্পটি প্রণয়নপূর্বক বাসত্মবায়নের জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

ক্রম নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

টাকা

আশরাফ আলী চৌধুরী হাটে নর্দমা মেরামত

কদলপুর

১,১১,০০০

 

৩য় আলোচ্য বিষয় : ২০১৬-২০১৭ অর্থবছরে স্থাবর সম্পত্তির হস্থান্তর কর ১% এর আওতায় ২য় দফে অত্র ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত অর্থের বিপরীতে উন্নয়ন প্রকল্প গ্রহন পূর্বক অনুমোদন প্রদান প্রসঙ্গে।

 

আলোচনা : অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে জানান যে,২০১৬-২০১৭ অর্থবছরে স্থাবর সম্পত্তি হস্থান্তর কর ১% এর আওতায় ২য় দফে অত্র কদলপুর ইউনিয়ন পরিষদের অনুকুলে ৪,৭৯,২০০(চার লক্ষ উনাশি হাজার দুইশত) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে।উক্ত বরাদ্দকৃত অর্থের অনুকুলে উন্নয়ন প্রকল্প প্রণয়ন করার জন্য সম্মানিত চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যবৃন্দকে আহবান জানান।এ ব্যাপারে বিস্তারিত আলোচনান্তে নিমণলিখিত উন্নয়ন প্রকল্পটি প্রণয়নপূর্বক বাসত্মবায়নের জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহের নামঃ-

ক্রম নং

প্রকল্পের নাম

ওয়ার্ড নং

টাকা

কদলপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন

কদলপুর

২,৩৪,০০০

হাফেজ বজলুর রহমান সড়কের কদলপুর অংশে সড়ক বাতি স্থাপন (৪র্থ অংশ)

কদলপুর

২,৪৫,০০০

 

সর্বমোট

৪,৭৯,০০০

উক্ত প্রকল্পটি প্রজেক্ট বাস্তবায়ন কমিটির মাধ্যমে সম্পাদন করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।