সভার কার্যবিবরণীর অনুলিপি
সভার তারিখ : ২৪/০৯/২০১৬
স্থান : ইউ.পি কার্যালয়
সময় : বেলা ১১ টা
বার : শনিবার
অদ্য ২৪/০৯/২০১৬ ইং তারিখে রোজ রবিবার বেলা ১১ঘটিকার সময় কদলপুর মাসিক সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে কদলপুর ইউ.পি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ যথারীতি আরম্ভ করেন।
উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর
ক্রম নং | নাম | পদবী | ওয়ার্ড নং | স্বাক্ষর |
১ | জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরী | চেয়ারম্যান | কদলপুর |
|
২ | জনাব মুরাদুল হক চৌধুরী | সদস্য | ১ |
|
৩ | জনাব মেহাং আবদুল করিম | সদস্য | ২ |
|
৪ | জনাব মো.ইলিয়াছ মিঞা | সদস্য | ৫ |
|
৫ | জনাব কমল চক্রবর্ত্তী | সদস্য | ৬ |
|
৬ | জনাব মো.জয়নুল আবেদীন | সদস্য | ৭ |
|
৭ | জনাব মো.আলী আকবর | সদস্য | ৮ |
|
৮ | জনাব মো.নাছির উদ্দিন | সদস্য | ৯ |
|
৯ | জনাবা রাশেদা আকতার | সদস্য | ১,২,৩ |
|
১০ | জনাবা রনিকা ভট্টাচার্য্য | সদস্য | ৪,৫,৬ |
|
১১ | জনাবা জেনু বড়ুয়া | সদস্যা | ৭,৮,৯ |
|
৪র্থ আলোচ্য বিষয় : কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের শূন্য পদে গ্রাম পুলিশ নিয়োগ প্রসঙ্গে।
অদ্যকার সভায় সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে জানান যে,বিগত ০৪/০৭/২০১৬ ইং তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ০৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জনাব মো.সৈয়দ,পিতা-মৃত নুর আহম্মদ,মাতা-ফরিদা বেগম,প্রযত্নে-কবির আহম্মদের বাড়ী,গ্রাম+ইউ.পি-কদলপুর,ওয়ার্ড-৬,ডাক-কদলপুর,উপজেলা-রাউজান,জেলা-চট্টগ্রাম।গ্রাম পুলিশ পদে নিয়োগের জন্য আবেদন করেছেন।তাহার আবেদনের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হয়।বাছাই কমিটি স্বাক্ষৎকার গ্রহন করে তাহাকে ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন।অদ্যকার সভায় তাহাকে ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ পদে নিয়োগের জন্য সর্বসম্মত নিয়োগ দেওয়ার জন্য সর্বসম্মত প্রস্তাব গ্রহন করেন। এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদনের জন্য তাহার নিয়োগ প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভার কার্য বিবরনীসহ প্রেরণ করার জন্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ জানানো হয়।
অদ্যকার সভায় অন্যকোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(মো.তছলিম উদ্দিন চৌধুরী)
চেয়ারম্যান
৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ
রাউজান,চট্টগ্রাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস