গত ১৭ ই মে সন্ধ্যায় সাংসদ ও রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি. এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সড়ক বাতির শুভ উদ্ধোধন করেন। এ উপলক্ষ্যে কদলপুর আশরাফ আলী চৌধুরী হাটে এক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। কদলপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো.তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশ্বজিৎ ভট্টাচার্য্য ও সেলিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.শামীম হোসেন।, পৌরসভার প্যানেল মেয়ার জনাব বশির উদ্দিন খান, সোনালী ব্যাংক কুমিল্লা অঞ্চলের মহাব্যবস্থাপক জনাব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, জনাব মো.জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান জনাব আব্বাস উদ্দিন আহমেদ,সৈয়দ আব্দুল জব্বার সোহেল প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস