স্বাগতম
কদলপুর প্রাচীন মুসলিম বিজয় গাথাঁর একটি উল্লেখ যোগ্য ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য অতীতের গৌরব গাথার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার - কদলপুর '' তেমনি একটি নাম। মুসলমানদের চট্রগ্রাম বিজয়ী ইতিহাসের এক গুরুত্বপুর্ণ ও অনন্যা স্মূতি বহনকারী নাম - কদলপুর
চট্রগ্রাম বিজয়ী মহান মুসলিম বীর সেনাপতি কদল খান গাজীর নামের স্মারক রুপ পরিগ্রহ করে কদলপুর নামের উৎপত্তি , প্রখ্যাত প্রাচীন মুসলিম সেনাপতি কদল খান গাজীর স্মৃতি বাহক কদলপুর ! তার নামের ঐতিহাসিক স্মারক হিসেবে কদলপুর ইতিহাসে স্থান করে নিয়েছে । কদল খান গাজীর স্মৃতির স্মারক ও কদলপুর এক সময় উওরে রাউজান খাল থেকে দক্ষিনে মহামুনি পর্যন্ত বিস্তৃত ছিল !
বর্তমানে চট্রগ্রাম - রাঙ্গামাটি মহাসড়ক হতে ৪ কিঃ মিঃ দক্ষিনে এবং চট্রগ্রাম - কাপ্তাই মহাসড়ক হতে ২ কিঃ মিঃ উত্তরে উত্তর দক্ষিনে ৫ কিঃ মিঃ দৈর্ঘ্য , পূর্ব পশ্চিম ৩ কিঃ মিঃ প্রস্থ হাফেজ বজলুর রহমান সড়কের উভয় পার্শে বিস্তৃত - কদলপুর। অনেক অলি দরবেশ সুফী সাধকের পুর্ণ তীর্থ ভুমিরুপে খ্যাত। এখানে দেশের সেবাই নিয়োজিত রয়েছেন বেশ কয়েক জন মানুষ।
ইউনিয়নের নাম –৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস