পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং ইন্টিগ্রটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(আইডিএফ) এর ব্যবস্থাপনায় সমৃদ্ধি কর্মসূচী কদলপুর ইউনিয়নের আওতায় প্রবীন জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রবীনদের পরিপোষক ভাতা ও বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান জনাব এহেছানুল হায়দার চৌধুরী মহোদয়। উক্ত অনুষ্ঠানে ৭৫ জন প্রবীনকে পরিপোষক ভাতা, ৪ জনকে হুইল চেয়ারম, ২০ জনকে ছাতা, ২০ জনকে ওয়াকিং স্টিক, ২০ জনকে কমেড চেয়ার, ৩০০০ পরিবারের মধ্যে চারা বিতরন, ১০০ পরিবারের মাঝে স্যানেট্যারি ল্যাট্রিন এবং ৪ জন ভিক্ষুককে পুর্নবাসনের লক্ষ্যে প্রতিজনকে ১০০০০০ টাকা করে প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস