শিরোনাম
কদলপুরে বৈশাখী মেলা উদ্বোধন করলেন এবি এম ফজলে করিম চৌধুরী এম.পি
বিস্তারিত
চট্টগ্রামের কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো.মুজাহিদ উদ্দীন চৌধুরী লিংকনের আয়োজনে শুরু হয়েছে চার দিন ব্যাপী বৈশাখী মেলা।গত শুক্রবার সকাল ১০ টায় কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠ প্রঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।মেলার উদ্বোধন করেন রাউজান থেকে পর পর তিনবার নির্বাচিত সাংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,বাঙালির চিরচেতনা ও প্রাণের উৎসব বৈশাখের বৈশাখী মেলা আমাদের সামাজিক জীবনে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করবে।তিনি পরানো বছরগুলোর ভুল ত্রুটি সংশোধন করে নতুন বছরকে সমনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।