কদলপুর প্রাচীন মুসলিম বিজয় গাথাঁর একটি উল্লেখযোগ্য ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য আতীতের গৌরব গাঁথার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জ্বল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার ''কদলপুর '' তেমনি একটি নাম। মুসলমানদের চট্টগ্রাম বিজয়ী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও অনন্য স্মৃতি বহনকারী নাম '' কদলপুর ''। চট্টগ্রাম বিজয়ী মহান মুসলিম বীর সেনাপতি কদল খান গাজীর নামের স্মারকরূপ পরিগ্রহ করে কখন কিভাবে এ ''কদলপুর'' নামের উৎপত্তি তা বিভিন্ন ঐতিহাসিক, গবেষক, লেখক, পর্যটকদের প্রনীত গ্রস্থাদি পর্যালোচনায় পাওয়া যায়। প্রখ্যাত গবেষক আবদুল হক চৌধুরীর চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি এবং চট্টগ্রাম আরকান পর্যালোচনায় পাওয়া যায়-প্রাচীন মুসলিম রাজত্ব ও সভ্যতার ইতিহাসে ১২০৪ খ্রিষ্টাব্দে বখতিয়ার খলজী সর্ব প্রথম বাংলায় মুসলমান রাজ্য প্রতিষ্ঠা করেন। চট্টগ্রাম মুসলিম রাজ্যভুক্ত হয় আরো অন্তত ১৩৪ বছর পর। দিল্লীর তুগলক রাজবংশ শাসিত বাংলাদেশ তখন সাতগাঁও, লাখনৌতি ও সোনারগাঁও এই তিন ভাগে বিভক্ত এবং তিনজন শাসন কর্তা দ্বারা শাসিত হত। সোনারগাঁও শাসনকর্তা ছিলেন বাহরাম খাঁ। ১৩৩৮ খ্রিষ্টাব্দ বাহরাম খাঁর মৃত্যু হলে তাঁর বর্মবাহক ফখরা সোনারগাঁর সিংহাসন অধিকার করেন এবং ফকরুদ্দিন প্রাচীন মুসলিম সেনাপতি কদল খান গাজীর স্মৃতি বাহক কদলপুর ! তার নামের ঐতিহাসিক স্মারক হিসেবে কদলপুর ইতিহাসে স্থান করে নিয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস