ঐতিহাসিক লস্কর উজির দিঘী ৮ নং কদলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্ব দক্ষিণে অবস্থিত।কথিত আছে ব্রিটিশ শাসনেরও আগে লস্কর নামে এক উজির এই দিঘীটি খনন করেছিলেন। এর দৈর্ঘ্য এক স্কয়ার কিলোমিটার। লোকমুখে প্রচলিত আছে তখন অত্র এলাকার যেকোন অনুষ্টানের আগের দিন যদি দিঘীর পাড়ে এসে বলা হত,পরের দিন দিঘী হতে আপনা-আপনি থালা,বাসন সহ সব ধরনের জিনিস উঠে আসত।পরে কোন এক গৃহবধূ চুরি করে একটি বাসন রেখে দেয়,সেই থেকে সব বন্ধ হয়ে যায়।এছাড়াও আরো অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে এই দিঘীটি ঘিরে...
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস