এতদ্বারা ৮নং কদলপুর ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই আগস্ট ২০২৩ খ্রিঃ রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী (সকল বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা) ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন তথা উপকারভোগী মৃত/জীবত তা যাচাই করা হবে।
====ভেরিফিকেশনের সময় যা লাগবে====
১। ভাতাভোগী কে স্বশরীরে উপস্থিত থাকতে হবে
২। ভাতাভোগীর জাতীয় পরিচয় পত্র (NID) লাগবে
৩। ভাতাভোগীর মোবাইল (যে নম্বরে টাকা আসে)
স্থান = ৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS