Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Welcome to Kadalpur Union information


Title
সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগিদের লাইভ ভেরিফিকেশন প্রসেঙ্গ
Details

এতদ্বারা ৮নং কদলপুর ইউনিয়নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ই আগস্ট ২০২৩ খ্রিঃ রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী (সকল বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা) ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন তথা উপকারভোগী মৃত/জীবত তা যাচাই করা হবে। 


====ভেরিফিকেশনের সময় যা লাগবে====


১। ভাতাভোগী কে স্বশরীরে উপস্থিত থাকতে হবে 


২। ভাতাভোগীর জাতীয় পরিচয় পত্র (NID) লাগবে


৩। ভাতাভোগীর মোবাইল (যে নম্বরে টাকা আসে) 


স্থান = ৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

Attachments
Image
Publish Date
03/08/2023
Archieve Date
10/08/2045