প্রাচ্যের রানী,বীর প্রসবীনি চট্টগ্রাম,রাউজান থানাস্থ কদলপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ জনপদ দক্ষিণ জয়নগর।জ্ঞান-গরিমা,শিক্ষা-দীক্ষা,ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ সাধনে বৌদ্ধ জ্ঞানী-গুণী ভিক্ষু ও মহাপুরুষদের অবদান অপরিসীম।যাদের আলোকে শুধু দক্ষিন জয়নগর গ্রাম নয়,সমগ্র বৌদ্ধ সমাজ আলোকিত হয়েছে।তারা যেন পর্বত সমতুল্য মহান ব্যক্তিত্ব।তাদের মধ্যে অন্যতম সংঘনায়ক চন্দ্রজ্যোতি মহাথের এর নামানুসারে এই বিহারের নামকরন করা হয়।১৯৩০ সালে এই বিহার স্থাপিত হয়।এই অঞ্চলের বৌদ্ধরা প্রতিবেশী হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করে আসছে।একে অপরের সুখে দু:খে,আনন্দ বেদনা ভাগ করে নিয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS