স্বাগতম
কদলপুর প্রাচীন মুসলিম বিজয় গাথাঁর একটি উল্লেখ যোগ্য ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য অতীতের গৌরব গাথার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার - কদলপুর '' তেমনি একটি নাম। মুসলমানদের চট্রগ্রাম বিজয়ী ইতিহাসের এক গুরুত্বপুর্ণ ও অনন্যা স্মূতি বহনকারী নাম - কদলপুর
চট্রগ্রাম বিজয়ী মহান মুসলিম বীর সেনাপতি কদল খান গাজীর নামের স্মারক রুপ পরিগ্রহ করে কদলপুর নামের উৎপত্তি , প্রখ্যাত প্রাচীন মুসলিম সেনাপতি কদল খান গাজীর স্মৃতি বাহক কদলপুর ! তার নামের ঐতিহাসিক স্মারক হিসেবে কদলপুর ইতিহাসে স্থান করে নিয়েছে । কদল খান গাজীর স্মৃতির স্মারক ও কদলপুর এক সময় উওরে রাউজান খাল থেকে দক্ষিনে মহামুনি পর্যন্ত বিস্তৃত ছিল !
বর্তমানে চট্রগ্রাম - রাঙ্গামাটি মহাসড়ক হতে ৪ কিঃ মিঃ দক্ষিনে এবং চট্রগ্রাম - কাপ্তাই মহাসড়ক হতে ২ কিঃ মিঃ উত্তরে উত্তর দক্ষিনে ৫ কিঃ মিঃ দৈর্ঘ্য , পূর্ব পশ্চিম ৩ কিঃ মিঃ প্রস্থ হাফেজ বজলুর রহমান সড়কের উভয় পার্শে বিস্তৃত - কদলপুর। অনেক অলি দরবেশ সুফী সাধকের পুর্ণ তীর্থ ভুমিরুপে খ্যাত। এখানে দেশের সেবাই নিয়োজিত রয়েছেন বেশ কয়েক জন মানুষ।
ইউনিয়নের নাম –৮ নং কদলপুর ইউনিয়ন পরিষদ
মৌজার সংখ্যা –০২
গ্রামসংখ্যা –০২
হাট-বাজার –২
আবাদি জমি –৩০৬.০৯ একর
অনাবাদি জমি –৩৬৪.৭৬ একর
খাস জমি –১০০৮.৬৬ একর
আয়তন –১০.২৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা –২০০৮২ জন্য
পুরুষ - ৮৩৮৫ জন
মহিলা –১১৬৯৭
শিক্ষার হার –৭০%
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা –১৭ টি
কিন্ডার গার্টেন –০২ টি
প্রাথমিক বিদ্যালয় –১০ টি
মাধ্যমিক –০৩ টি
নিম্ন মাধ্যমিক –০১ টি
হাসপাতাল –০১ টি
দীঘি –০৩ টি
এনজিও –০৯ টি
ব্যাংক –০১ টি
বীমা –০২ টি
এতিম খানা –০১ টি
আশ্রম –০১ টি
মৃতশিল্প –০১ টি
আশ্রয়ন প্রকল্প –০১ টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS