Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Welcome to Kadalpur Union information


Title
ঐতিহাসিক লস্কর উজির দিঘী
Location
৮ নং কদলপুর ইউনিয়নের সর্বদক্ষিনে ৮ নং ওয়ার্ড
Transportation
কাপ্তাই-চট্টগ্রাম রোডের পাহাড়তলী চৌমুহনী থেকে সি.এন.জি যোগে ৩ কি.মি উত্তর দিকে(ভাড়া-১০/-) এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জলিল নগর থেকে ৮ কি.মি (ভাড়া-২৫/-)দক্ষিনে ঐতিহাসিক লস্কর উজির দিগী অবস্থিত।
Details

ঐতিহাসিক লস্কর উজির দিঘী ৮ নং কদলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্ব দক্ষিণে অবস্থিত।কথিত আছে ব্রিটিশ শাসনেরও আগে লস্কর নামে এক উজির এই দিঘীটি খনন করেছিলেন। এর দৈর্ঘ্য এক স্কয়ার কিলোমিটার। লোকমুখে প্রচলিত আছে তখন অত্র এলাকার যেকোন অনুষ্টানের আগের দিন যদি দিঘীর পাড়ে এসে বলা হত,পরের দিন দিঘী হতে আপনা-আপনি থালা,বাসন সহ সব ধরনের জিনিস উঠে আসত।পরে কোন এক গৃহবধূ চুরি করে একটি বাসন রেখে দিয়েছিল,সেই থেকে সব বন্ধ হয়ে গিয়েছিল।এছাড়াও আরো অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে এই দিঘীটি ঘিরে...